Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বৃক্ষরোপন কর্মসূচী

পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা ও অধিকার 

  •  বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য ইউনিয়ন পরিষদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব পালন করে।
  • ইউনিয়ন পরিষদ সার্বিকভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণ,বিশেষ করে জনপথ, জনসাধারণের রাস্তা এবং জনসমাগমের জায়গায় বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করে।
  • গ্রামের মানুষকে বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে জানায় এবং তাদেরকে বৃক্ষ রোপণে উৎসাহিত করে।
  • উন্নত জাতের গাছের চারা সংগ্রহের জন্য জনগণকে পরামর্শ দেয়। 

সচরাচর জিজ্ঞাসা 

প্রশ্ন ১: একটি দেশে মোট কতখানি বনভূমি দরকার? 

উত্তর: একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার।

প্রশ্ন ২: বৃক্ষরোপণ ও পরিচর্যায় ইউনিয়নে কারা দায়িত্ব পালন করে? 

উত্তর:বৃক্ষরোপণ ও পরিচর্যায় ইউনিয়ন পরিষদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব পালন করে।

প্রশ্ন ৩: পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি কি দায়িত্ব পালন করে? 

উত্তর:জনপথ,জনসাধারণের রাস্তা,জনসমাগমের জায়গায় বৃক্ষরোপণ, উন্নত জাতের গাছের চারা সংগ্রহের জন্য জনগণকে উৎসাহিত ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে থাকে।