Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সুতিয়া নদীর পাড়ে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে কাওরাইদ ইউনিয়ন। এই ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা ১৫ টি। অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি ও খেলাধূলার মাধ্যমে শ্রীপুর উপজেলায় আপন গতিতে বহমান।

 

 ভৌগলিক অবস্থানঃ

 কাওরাইদ ইউনিয়নের পশ্চিমে তেলিহাটি ইউনিয়ন, উত্তরে পাইথল ইউনিয়ন, উত্তর-পশ্চিমে রাজৈ ইউনিয়ন, দক্ষিনে বরমী ইউনিয়ন, পূর্বে নিগুয়ারী ইউনিয়ন।

 

১. নামঃ ০৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদ।

২. আয়তন দৈর্ঘ্যঃ ১৫ কিঃ মিঃ।

৩. জনসংখ্যাঃ ৯৪,৮৪৪ জন।

৪. গ্রামের সংখ্যাঃ ১৫টি-

     নান্দিয়া সাংগুন, বাপ্‌তা, বয়রা, বেলদিয়া, কাওরাইদ, সোনাব, শিমুলতলা, নয়াপাড়া,          আবদার, বিধাই, যোগীরছিট, গলদাপাড়া, হয়দেবপুর, জাহাঙ্গীরপুর, ধামলই।

৫. মৌজার সংখ্যাঃ ০৪ টি।

৬. হাট বাজার সংখ্যাঃ ১২ টি।

৭. যোগাযোগ ব্যবস্থাঃ বাস, ট্রেন।

৮. শিক্ষার হারঃ ৫২%

৯. সরকারী প্রা% বিদ্যালয়ঃ ১২ টি।

১০. মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৮ টি।

১১. দাখিল মাদ্রাসাঃ ০২ টি।

১২. মসজিদঃ ১২০ টি।

১৩. স্বাক্ষরতার হারঃ ১০০%

১৪. সেনিটেশনঃ ১০০%

১৫. ভি.জি.ডি-১৮১ জন, বিধবা ভাতা-৪৫ জন, বয়স্ক ভাতা-১৬০ জন।

১৬. দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যানঃ জনাব, মোঃ রফিকুল ইসলাম মন্ডল।

১৭. ইউ.পি নতুন ভবন স্থাপন কালঃ ২০০২ ইং

১৮. নব গঠিত পরিষদের বিবরন-

           চেয়ারম্যান সাহেবের শপথ গ্রহনঃ ২৫/০৭/২০১১ ইং

           সদস্য ও সদস্যার শপথ গ্রহনঃ ২৭/০৭/২০১১ ইং   

           প্রথম সভাঃ ২৮/০৭/২০১১ ইং

           মেয়াদ উর্ত্তীন তারিখ

১৯. ইউনিয়ন পরিষদের জনবলঃ

 চেয়ারম্যান-০১ জন

সচিব-০১ জন

 সদস্যা-০৩ জন

সদস্য-০৯ জন

দফাদার০১ জন

গ্রাম পুলিশ (মহল্লাদার)-০৯ জন।

ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রঃ ০১ টি।

উদ্যোক্তাঃ ০২ জন।