Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ


প্ল্যান ইন্টারন্যাশনালের পরিচিতি :
প্ল্যান ইন্টারন্যাশনাল একটি আর্ন্তজাতিক শিশু কেন্দ্রিক উন্নয়ন সংস্থা। প্ল্যান ১৯৩৭ সালে স্পেনে প্রথম সেবামূলক  কার্যক্রম শুরু করে । সংস্থার হেডকোয়ার্টার যুক্তরাজ্যে অবস্থিত । বর্তমানে প্ল্যান সারা বিশ্বের ৭১ টি দেশে কাজ করছে । যার মধ্যে ৫০ টি প্রোগ্রাম কান্ট্রি যেখানে বিভিন্ন উন্নয়ন যেমন- স্বাস্থ্য, শিক্ষা, শিশু অধিকার ও সুরক্ষা, শিশু বিবাহ বন্ধ, বালিকা ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, কারাতে প্রশিক্ষণ, পুষ্টি, নিরাপদ পানি , স্যানিটেশন ও  হাইজিন, জন্মনিবন্ধন, আয়বৃদ্ধিমূলক প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি কর্মসূচী বাসত্মবায়িত হচ্ছে এবং ২১ টি রয়েছে দাতা দেশ যারা এই উন্নয়ন কর্মসূচী বাসত্মবায়নের জন্য অর্থের যোগান দেয় ।
প্ল্যান ১৯৮৯ সালে জাতিসংঘ কর্তৃক উন্নয়ন সংস্থা হিসেবে নিবন্ধিত হয়। এছাড়া প্ল্যান ১৯৯৩ সালে ইউনিসেফ কর্তৃক উন্নয়ন সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে । প্ল্যান এর কোন রাজনৈতিক বা ধর্মীয় সম্পৃক্ততা নেই । উন্নয়নশীল দেশসমূহে প্ল্যান সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে নিজ লক্ষ্য বাসত্মবায়নে কাজ করে থাকে ।
বাংলাদেশে প্ল্যান ইন্টারন্যাশনালের কার্যক্রম
১৯৯৪ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে কাজ শুরু করে । বর্তমানে দেশের ৭টি জেলার ১০টি উপজেলায় সমাজের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহনমূলক প্রক্রিয়ায় কর্মসূচী বাস্তবায়ন করে আসছে । এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজের মানকে গতিশীল করতে এবং এলাকাবাসীর ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্ল্যান সহায়ক ভূমিকা পালন করছে । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৩৫টি সেবাদানকারী সহযোগী সংস্থার মাধ্যমে কর্মসূচী বাস্তবায়ন করছে ।
সংস্থার প্রধান কার্যালয়ের ঠিকানা:
বাড়ী নং- সি ডাব্লিউ এন (বি)১৪,
রোড নং - ৩৫, গুলশান - ২
ঢাকা - ১২১২।
সংস্থা প্রধানের নাম: সেন্নায়েত গেব্রিগ্জেবিয়ার, পদবী: কান্ট্রি ডিরেক্টর
ফোন/ মোবাইল:০২-৯৮৬০১৬৭, ৮৮২৬২০৯
ফ্যাক্স নং - ৯৮৬১৫৯৯
ই-মেইল: plan.bangladesh@plan-international.org
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য:
এনজিও বিষয়ক ব্যুরো, নিবন্ধন নং - ৬৭০, সাল ১৪/১২/১৯৯২
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সুদূর প্রসারী লক্ষ্য
মানুষের অধিকার আর মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এমন একটি বিশ্বসমাজ গড়ে তোলা যেখানে শিশুরা তাদের সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে ।
প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্দেশ্য
প্ল্যান এর উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের চাহিদা ও অধিকার প্রতিষ্ঠার উদ্যোগকে জোরদার করার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে কাজ করা।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যাদের নিয়ে কাজ করে
-প্ল্যান বাংলাদেশ প্রধানত শিশুদের নিয়ে কাজ করে ।
-সমাজে বসবাসরত সকল জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা পেয়ে থাকে। বিশেষ করে দরিদ্র শ্রেণী ও নারীদের নিয়ে কাজ করে ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কর্মপন্থা
 - শিশু কেন্দ্রিক সমাজ উন্নয়ন
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ৪টি প্রধান কর্মসূচী রয়েছে । কর্মসূচী ভিত্তিক কার্যক্রমগুলো নিম্নে দেখানো হল ।
গুণগত প্রাথমিক শিক্ষা কর্মসূচী, স্বাস্থ্য কর্মসূচী, শিশু সুরক্ষা কর্মসূচী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী
 ৩-৫ বছর বয়সী শিশুদের জন্য শিশু বিকাশ কার্যক্রম
 ৫-৬ বছর বয়সী শিশুদের জন্য প্রি -স্কুল
 বিদ্যালয় ক্যাচমেন্টের ৩-১১ বছর বয়সী সকল শিশুর জন্য বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা  মা ও শিশু স্বাস্থ্য
 নিরাপদ মাতৃত্ব নিশ্চিত
 প্রাথমিক স্বাস্থ্য সেবা
 বিদ্যালয় এবং কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন, নিরাপদ পানি এবং হাইজিন কার্যক্রম
 শিশু অধিকার বাসত্মবায়ন
 শিশু সুরক্ষা
 শিশু বিবাহ বন্ধ প্রকল্প
 বালিকা ক্ষমতায়ন প্রকল্প
 যুব অর্থনৈতিক উন্নয়ন
 সু-শাসন প্রতিষ্ঠা
 সংগঠন উন্নয়ন
 সার্বজনীন জন্মনিবন্ধন
 জরম্নরী পরিস্থিতি মোকাবেলায় বিদ্যালয়ে সার্বিক প্রস্ত্ততি গ্রহণে সহায়তা।
 দুর্যোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি।
 দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করা।
প্ল্যান এর গাজীপুরস্থ আঞ্চলিক অফিসের ঠিকানা:
হাসপাতাল রোড (শাপলা সিনেমা হলের পশ্চিমে)
শ্রীপুর, গাজীপুর।
আঞ্চলিক প্রধানের নামঃ মো: আব্দুল কুদ্দুছ । পদবী: প্রোগ্রাম ইউনিট ম্যানেজার
ফোন/ মোবাইল: ০৬৮২৫-৫১৫১২, ০১৭১২- ৫৩৮৪৩০
ই-মেইল: abdul.quddus@plan-international.org
কাওরাইদ ইউনিয়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কার্যক্রমঃ
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কাওরাইদ ইউনিয়নে ২০০৪ সাল থেকে কাজ করছে । বর্তমানে সমগ্র ইউনিয়নে প্রায় ১৭০০০ পরিবারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রথমে নিরাপদ পানি , স্যানিটেশন ও  হাইজিন ও পুষ্টি কর্মসূচীর মাধ্যমে কাওরাইদ ইউনিয়নে কার্যক্রম শুরু করে । বর্তমানে প্ল্যান ৫টি কর্মসূচীর মাধ্যমে কাওরাইদ ইউনিয়নে উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে । কর্মসূচীগুলো হলো- স্বাস্থ্য কর্মসূচী, শিশু সুরক্ষা কর্মসূচী,শিশু বিবাহ বন্ধ প্রকল্প, বালিকা ক্ষমতায়ন পকল্প ও স্যানিটেশন ।
কাওরাইদ ইউনিয়নে প্ল্যান এর পার্টনার (সহযোগী ) সংস্থাসমূহঃ

দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)/ কমিউনিটি ম্যানেজড হেলথ কেয়ার
কাওরাইদ ইউনিয়ন পরিষদ  / নিরাপদ পানি , স্যানিটেশন ও  হাইজিন কর্মসূচী ও সার্বজনীন জন্ম নিবন্ধন
ঢাকা আহছানিয়া মিশন/ শিশু কেন্দ্রিক সুশাসন, শিশু বিবাহ বন্ধ প্রকল্প, বালিকা ক্ষমতায়ন পকল্প
কাওরাইদ ইউনিয়নে,প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত চলমান কর্মসূচী সমূহের পরিচিতিঃ
১. প্রকল্পের নামঃ ওয়াশ রেজাল্ট প্রজেক্ট
প্রকল্পের উদ্দেশ্যঃ- wbivc` cvwb, †UKmB m¨vwb‡Ukb I wbqwgZ ¯^v¯’¨vf¨vm PP©vi gva¨‡g `wi`ª Rb‡Mvôxi ¯^v‡¯’¨i Dbœqb|
উলেস্নখ্য যে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৫ সালে কাওরাইদ ইউনিয়নে ৫০০ হতদরিদ্র পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং ০৯ টি ডিপসেট টিউবয়েল স্থাপনে সহযোগিতা প্রদান করবে এবং বর্তমানে এই কাজ চলমান রয়েছে । উক্ত প্রকল্পের আওতায় সচেতনতা মূলক কার্যক্রম হিসাবে টি এফ ডি ,মাইকিং,উঠান বৈঠাক এবং বিভিন্ন ‍ুদিবস উদযাপন চলমান রয়েছে ।
সুবিধাভোগী : সকল হতদরিদ্র পরিবার
২. প্রকল্পের নামঃ বালিকা ক্ষমতায়ন প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্যঃ বালিকা ক্ষমতায়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরন ( বিভিন্ন ধরণের প্রশিক্ষণ ও যোগাযোগের মাধ্যমে )
৩.প্রকল্পের নামঃ শিশু বিবাহ বন্ধ
শিশু বিবাহের কুফল সর্ম্পকে বিভিন্ন ক্যাম্পইনের মাধ্যমে (প্রশিক্ষণ ,অভিভাবক সভা, ইমাম প্রশিক্ষণ,মেয়ে শিশুদের প্রশিক্ষণ,স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের সাথে মিটিং,উন্নয়ন নাটিকা, র‌্যালী) জনগনকে সচেতন করা হচ্ছে।
সুবিধাভোগী :সমগ্র এলাকাবাসী
৪. প্রকল্পের নামঃ সার্বজনীন জন্ম নিবন্ধন ।
প্রকল্পের উদ্দেশ্যঃ- বরমী ইউনিয়নে সকল বয়সের মানুষের জন্য জন্ম নিবন্ধন নিশ্চিত করা ।
৫.প্রকল্পের নামঃ কমিউনিটি ম্যানেজড হেল্থ কেয়ার প্রোগ্রাম (কমিউনিটি ক্লিনিক প্রকল্প)।
প্রকল্পের উদ্দেশ্যঃ- মা ও শিশু মৃত্যুর হার কমানো ।  প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে সহায়তা ।
কাওরাইদ ইউনিয়নে ৩ টি কমিউনি ক্লিনিকে ৩টি কমিউনিটি গ্রুপকে সক্রিয়করন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গুনগত স্বাস্থ্য সেবা প্রদানে সহায়তা করা হচ্ছে ।
সুবিধাভোগী :সমগ্র এলাকাবাসী

কাওরাইদ ইউনিয়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উল্লেখযোগ্য অর্জনসমূহঃ
 স্থানীয় সরকার, জেলা এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে কাওরাইদ ইউনিয়নে শতভাগ অনলাইন জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়েছে এবং শতভাগ জন্ম নিবন্ধন অর্জনকারী কাওরাইদ  ইউনিয়ন  হিসাবে স্বীকৃতি অর্জন করেছে ।
 শিশু অধিকার নিশ্চিত ও জেন্ডার বৈষম্য দূর করার জন্য কাওরাইদ ইউনিয়নে ১টি শিশু ফোরাম ও ৯টি শিশু সুরক্ষা দল গঠন করা হয়েছে।
 বিকেন্দ্রীকৃত সার্বিক স্যানিটেশন প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় পরিবার পর্যায়ে কাওরাইদ ইউনিয়নে ২০০৬ সালে শতভাগ লেট্রি্ন কভারেজের স্বীকৃতি অর্জন করেছে ।
 ৯ টি প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক স্কুল স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস উন্নয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 ৩টি প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে ও ছেলে শিশুদের জন্য আলাদা ল্যাট্রিন স্থাপন ও পানির সুব্যবস্থা করা হয়েছে।
 কাওরাইদ ইউনিয়নে মায়েরা তাদের ২ বছর বয়স পর্যন্ত শিশুদের নিবিড় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে ।
 সরকারের ৮ টি কমিউনিট ক্লিনিকের মাধ্যমে প্ল্যান বাংলাদেশ স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য কাজ করে আসছে ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম সমূহ কাওরাইদ ইউনিয়নে, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণ, পরামর্শ ও উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ।