Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলি
 
 
  • বাধ্যতামুলক কাজ- ১০ টি
  • আইন-শৃঙ্খলা রক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রসাশনকে সহায়তা করা।
  • অপরাধমুলক কাজ, বিশৃঙ্খলা ও চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।
  • কৃষি, বৃক্ষরোপন, মৎস্য, পশু সম্পদ, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ, যোগাযোগ, শিক্ষা, বন্যা, ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহন বাস্তবায়ন করা।
  • পরিবার পরিকল্পনা কর্মসুচি বাস্তবায়নে কাজ করা।
  • স্থানীয় সম্পদের উন্নয়ন এবং তার সদ্ব্যবহার নিশ্চিত করা।
  • সরকারী সম্পত্তি যথা- রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাঁধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা।
  • ইউনিয়ন পর্যায়ে সকল প্রতিষ্ঠানের কর্মকান্ড সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকপ সুপারিশ করা।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
  • জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দৃঃস্থ ব্যক্তি সম্পর্কে তথ্য সংরক্ষণ, ভিজিডি/ভিজিএফ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ।
  • সব ধরনের শুমারী পরিচালনা করা।

 

  • ঐচ্ছিক কাজ সমূহঃ
  • জনপথ ও রাজপথ ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন করা।
  • সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন করা।
  • জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জালানো।
  • সাধারনভাবে গাছ লাগানো ও নরক্ষন বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় গাছলাগনো ও সংরক্ষন।
  • কবরস্থান, শ্মশান ঘাট,জনসাধারনের সভা স্থান ও জনসাধারনের অনান্য সম্পত্তির রক্ষনাবেক্ষন ও পরিচালনা।
  • পর্যটকদেও খাকার ব্যবস্থ ও তা সংরক্ষণ।
  • জনপথ, রাজপথ ও সরকারী স্থান নিয়ন্ত্র ও অনধিকার প্রবেশরোধ করা।
  • জনপথ, রাজপথ ও সরকারী স্থানী উৎপাত ও তার কারণ বন্ধ করা।
  • ইউনিয়ন পরিচ্ছন্নতার জন্য নদী,বন ইত্যাদি তত্ত্ববধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অনান্য ব্যবস্থ গ্রহন।
  • গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারন ও বাস্তবায়ন নিশ্চতকরণ।
  • অপরাধমোলক ও বিপথজনক ব্যবসা নিয়ন্ত্রন করা।
  • মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন করা।
  • পশু জবাই নিয়ন্ত্রন করা।
  • ইউনিয়ন এলাকায় দালান নির্মাণ ও পুন নির্মাণ নিয়ন্ত্রন করা।
  • বিপজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রন।
  • কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অনান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষন।
  • খাবার পানির উৎস দূষিত করন রোধের জন্য ব্যবস্থ গ্রহণ।
  • জনস্বাস্থ্যেও জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কহপ, পুকুর বা সরবরাহের পানি ব্যবহার অনান্য স্থানে নিষিদ্ধ করন।
  • খাবার পানির জন্য সংরক্ষিত কহপ পুকুর বা পানি সরবরাহের অনান্য স্থানে বানিকট বর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশুর গোছল নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ করা।