এন.জি.ও নামঃ- ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)
এরিয়া অফিসঃ ক্যাডেট কলেজ আবাসিক এলাকা
পুলিশ লাইন, গাজীপুর।
কর্ম এলাকাঃ ০৫ নং কাওরাইদ ইউনিয়ন।
ক্রঃ নং | নাম | অবস্থান | সেবার ধরণ | সেবা গ্রহনকারী |
০১. | ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) | এরিয়া অফিস ক্যাডটে আবাসিক এলাকা, পুলিশ লাইন, গাজীপুর।
কর্ম এলাকাঃ ০৫ নং কাওরাইদ ইউনিয়ন। শ্রীপুর, গাজীপুর। ই-মেইল- gazipur.verc@gmail.com | প্রতিভা প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিক মিক্ষা, শিখন সাথী কার্যক্রম, কমিউনিটি আফটার স্কুল সার্কেল(সিএসি) শিশুদের স্বাস্থ্যসেবা, অবিভাবকদের নিয়ে প্রতিমাসে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালনা, এস.এম.সি ও কমিউনিটি স্কুলের সাথে সম্পৃক্ত করল।
| প্রাক- প্রাথমিক বিদ্যালয় |
ব্র্যাকঃ-
ব্র্যাক (ইংরেজি: BRAC) একটি বাংলাদেশী সাহায্য সংস্থা। ২০১২ সালের নভেম্বরেরর পরিসংখ্যান অনুযায়ী কর্মী ও সাহায্য প্রার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে এটি পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা।[১][২][৩][৪] এটি পূর্বে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন এ্যাসিস্ট্যান্স কমিটি নামে পরিচিত ছিল যা বর্তমানে বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি নামে পরিচিত। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বাংলাদেশ ছাড়াও বর্তমানে আফগানিস্তান, শ্রীলংকা সহ বেশ কয়েকটি দেশে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত আছে। প্রতিষ্ঠানটির ৮০% কর্মকাণ্ডই চলে নিজেদের অর্থায়নে।
ব্র্যাক ইউনিভার্সিটি,ব্র্যাক ব্যাংক ব্র্যাকের একটি অঙ্গসংগঠন।
আমাদের কাওরাইদ ইউনিয়নে দারিদ্র দূরীকরনে নিন্মক্ত কিছু এন জি ও প্রতিব্ঠান কাজ করছে। নিচে তার নাম দেওয়া হলোঃ
১। গ্রামীন ব্যাংক
২। ব্র্যাক বি ডি পি
৩। আশা
৪। পদক্ষেপ
৫। ব্র্যাক ( শিক্ষা)
৬। প্রিদীম
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS