বিদ্যালয়ের ভবন ২টি। একটি আধাপাকা অপরটি পাকা। আধাপাকা ভবনটি ঝরাঝির্ন যে কোন সময় ধসে যেতে পড়ে শিক্ষক ও ছাত্রের প্রাণহানী ঘটিতে পারে। কর্তৃপক্ষকে বারবার লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কোন প্রতিকার পাই নাই।
তৎকালীন জমিদার স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্তের (কেজিগুপ্তের) জমিদারীর অন্তর্গত কাওরাইদ রেলওয়ে স্টেশনের সন্নিকটে সুতিয়া নদীর তীরে, ৩.৫২ একর জমির উপর ঐতিহ্যবাহী অত্র বিদ্যালয়টি তাঁর স্বর্গীয় পিতার নামে নামকরণ করেন কাওরাইদ কালী নারায়ন উচ্চ বিদ্যালয়। যা বর্তমানে কাওরাইদ কে,এন,উচ্চ বিদ্যালয় নামে পরিচিত।
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী | মন্তব্য |
০১ | মোঃ আবদুর রহমান খান | সভাপতি |
|
০২ | মোঃ নূরুল ইসলাম | ইউপি,সদস্য ৭নং ওয়ার্ড |
|
০৩ | মোঃ আব্দুল মান্নান | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
|
০৪ | উৎপল কান্তি দেবনাথ | অভিভাবক সদস্য |
|
০৫ | মোছাঃ নার্গিস আক্তার | বিদ্যোৎসাহী মহিলা সদস্য |
|
০৬ | মোছাঃ শিল্পী আক্তার | অভিভাবক সদস্য |
|
০৭ | মোছাঃ নূরজাহান বেগম | অভিভাবক সদস্য |
|
০৮ | মোছাঃ রাশিদা বেগম | অভিভাবক সদস্য |
|
০৯ | মোঃ আব্দুল খালেক | শিক্ষক প্রতিনিধি |
|
১০ | মোঃ হেলাল উদ্দীন | প্রধান শিক্ষক/সচিব |
|
সাল | অংশ গ্রহন | পাশ |
২০০৭ | ৫৫ | ৫১ |
২০০৮ | ৪০ | ৪০ |
২০০৯ | ৪৭ | ৪৭ |
২০১০ | ৬০ | ৬০ |
২০১১ | ৪৫ | ৪৫ |
২০০০ সাল হইতে অদ্যবদী পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।
শতভাগ পরীক্ষার ফলাফল।
শিক্ষার মান আরো উন্নত করা এবং ভিশন ২০২১ বাস্তবায়ন করা।
ডাক যোগাযোগঃ
গ্রামঃ বেলদিয়া, পোঃ কাওরাইদ, উপজেলাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস