বিদ্যালয়টি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে এক নিবির পল্লীতে অবস্থিত। বিদ্যালয়টির মোট জমির পরিমাণ-১৫০ শতাংশ। যাহার এসএ-৮২৫, আরএস-৭৭৪০।
১৯৬৪ সাল হইতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার চিন্তাভাবনা শুরু হয় এবং পরিত্যক্ত ঘরে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরে সংশ্লিষ্ট এলাকার হিতৈষী ব্যক্তি, সর্বসাধারণের সহযোগীতায় ১৯৬৮ইং সালে শিমুলতলা গ্রামে বলদীঘাট নামক স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। কতিপয় ব্যক্তির আর্থিক আনুকুল্যের শিক্ষক কর্মচারীর বেতন ভাতাসহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ড খুবই কায়ক্লাশে পরিচালিত হত। বর্তমানে বিদ্যালয়টি শ্রীপুর উপজেলার ১ম সারী একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। বিদ্যালয়টি ০১/০১/১৯৭২ইং তারিখ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।
৬ষ্ঠ শ্রেণী | ৭ম শ্রেণী | ৮ম শ্রেণী | ৯ম শ্রেণী | ১০ম শ্রেণী | |||||
ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী |
৫২ | ৭২ | ৫৩ | ৫৮ | ৭০ | ৮৩ | ৩৫ | ৩১ | ৩৫ | ৩১ |
অনুমোদিত ম্যানেজিং কমিটির তালিকা:- | ||
ক্রঃনং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ রাশেদ মন্ডল | সভাপতি |
০২ | জনাব মোঃ আবু বাকার ছিদ্দিক | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব মোঃ জালাল উদ্দিন | ঐ |
০৪ | মোছাঃ আনোয়ারা পারভীন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | জনাব মোঃ আলতাফ হোসেন | অভিভাবক সদস্য |
০৬ | জনাব মোঃ জয়নাল আবেদীন | ঐ |
০৭ | জনাব মোঃ আঃ মতিন | ঐ |
০৮ | জনাব মোঃ আঃ মোতালেব | ঐ |
০৯ | মোছাঃ সাজেদা খাতুন | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | শূণ্য | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | আলহাজ্ব মোঃ ইছাহাক মন্ডল | দাতা সদস্য |
১২ | জনাব মোঃ আঃ রাশেদ মন্ডল | কো-অপ্ট সদস্য |
১৩ | জনাব মোঃ সিরাজুল হক | সদস্য সচিব |
এস.এস.সি-২০১১ ইং সনের ৮৫%
জে.এস.সি-২০১১ইং সনের ৮০%
১। স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ।
২। ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠান ও শিক্ষক পুরস্কার লাভ।
১। শতভাগ ফলাফল অর্জন করা।
২। সহপাঠ্যক্রমিক কার্যকলাপেঅধিকতর সুনাম অর্জন করা।
০১৭১৩-৫৭৬৪২৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস