ধামলই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: হয়দেবপুর, উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর। এই বিদ্যালয়ের অফিস কক্ষ ০২টি এবং শ্রেণী কক্ষ ০৬টি, একটি শ্রেণী কক্ষ আধাপাকা। বাকী শ্রেণী কক্ষগুলো মাটির দেয়াল, টিনের চাল দ্বারা তৈরী ও ০২টি টয়লেট। বিদ্যালয়ে মোট জমির পরিমাণ-১.১৫ একর।
০১/০১/১৯৯২ইং সালে ধামলই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় সহযোগীতা করেন। মরহুম ইন্তাজ আলী পালোয়ান ও মরহুম আমছর আলী পালোয়ান ১.০৫ একর জমি বিদ্যালয়ের নামে দান করে দাতা সদস্য হন এবং পরবর্তীতে মরহুম ইন্তাজ আলী পালোয়ানের ছেলে আঃ বাতেন পালোয়ান বিদ্যালয়ের নামে ০.১০ শতাংশ জমি দান করে দাতা সদস্য হন। ০১/০১/১৯৯৭ইং সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ১ম স্বীকৃতি লাভ করে। ১৫/০৫/২০০০ইং তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্তি হয়। ০১/০১/২০০৯ইং তারিখ হইতে ৯ম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান শাখায় পাঠদানের অনুমতি লাভ করে।
২০১২ইং সনের শ্রেণি ভিত্তিক ছাত্র/ছাত্রীর তালিকা:- | ||||
ক্রঃনং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ৬ষ্ঠ | ১৯ | ৪১ | ৬০ |
০২ | ৭ম | ২৩ | ৩২ | ৫৫ |
০৩ | ৮ম | ২৯ | ৩৩ | ৫২ |
০৪ | ৯ম | ২২ | ২৪ | ৪৬ |
০৫ | ১০ম | ১৭ | ২৫ | ৪২ |
মোট- | ১০০ | ১৫৫ | ২৫৫ |
ক্রঃনং | নাম | পদবী |
০১ | মোঃ আঃ বাতেন পালোয়ান | সভাপতি (দাতা সদস্য) |
০২ | মোঃ ইছাহাক পাহ্লোয়ান | শিক্ষক প্রতিনিধি |
০৩ | মোঃ হেলাল উদ্দিন | ’’ |
০৪ | আমিনা খাতুন | ’’ |
০৫ | মোঃ আক্তার হোসেন | অভিভাবক সদস্য |
০৬ | মোঃ জয়নালআবেদীন | ’’ |
০৭ | মোঃ তাজুল ইসলাম | ’’ |
০৮ | মোঃ শামছুল হক বেপারী | ’’ |
০৯ | মোছাঃ সামছুন্নাহার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | আঃ ছালাম খান | কো-অপ্ট সদস্য |
১১ | মোহাম্মদ ফরিদ আলম | সদস্য সচিব |
ক) ২০১০ সালেপাশের হার ৯০%।
খ) ২০১১ সালে পাশের হার ১০০%।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেএসসি পরীক্ষা ও পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল সহ পাশের হার ১০০% নিশ্চিত করা। প্রতিষ্ঠান ভৌত অবকাঠামো গত উন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধন করা। সরকারী নীতিমালা সঠিক ভাবে বাস্তবায়ন করা।
E-mail: dhamlaihighschool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস